অপহরণের ২ দিন পর বাউফলের ব্যবসায়ী উদ্ধার


November 16/Kanu-Baufol-news.jpg

অপহরণের প্রায় ৫০ ঘণ্টা পরে উদ্ধার উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২)। উদ্ধারের পরে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শুক্রবার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ কাজ করছিলেন শিবানন্দ রায় বনিক। এসময় তার দুই কর্মচারী সংকর এবং তাপসও সাথে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ ৭-৮ জনের ডাকাত দল সেখানে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। লুট করে দোকানের প্রায় সাড়ে সাত লাখ টাকা। এরপরে ব্যবসায়ী শিবানন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়।

এদিকে ব্যবসায়ীকে অপহর প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গাজী সালাহ্ উদ্দিনের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×