সড়ক দুর্ঘটনায় মেহেরপুর ডিসি অফিসের কর্মকর্তা নিহত


November 16/road-accident-20250106122644.jpg

মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের স্থানীয় সরকারের গোপনীয় শাখার সহকারী এ এস এম আসাদুল ইসলাম জিকো (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তিনি মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ হোসেনের ছেলে এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

আসাদুল ইসলাম জিকো রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে মুজিবনগর থেকে ‍তিনি মোটরসাইকেলে অপর সহকর্মীর সঙ্গে মেহেরপুরে ফেরার পথে কেদারগঞ্জ মোড়ে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নেওয়া হয়। দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার গত রাতে তিনি মারা যান।

সড়ক দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালককে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেয় মুজিবনগর থানা পুলিশ। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলাও হয়েছে।

গাঁড়াডোব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান বলেন, জিকোর বাবা-মা মারা যাবার পর গাঁড়াডোব গ্রামে তার শ্বশুর নজরুল ইসলামের বাড়িতেই থাকতেন। আজ সোমবার বাদ জোহর জানাজা শেষে গাঁড়াডোব কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত এ এস এম আসাদুল ইসলাম জিকোর মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত শেহনাজ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×