জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম ফরিদপুর শাখার আহ্বায়ক কমিটি গঠিত
- ফরিদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:১৯ পিএম, ০৬ জানুয়ারী ২০২৫

মো. কামরুল হাসানকে আহ্বায়ক, মোহাম্মদ আলী শেখকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মীর মোহাম্মদ তুহিনকে সদস্য সচিব করে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) ফরিদপুর শাখার ৩১ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) এ কমিটি অনুমোদন করেন জিসফের সভাপতি মনজুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক এইচএম স্বপন রানা।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. হাছিবুল এহসান, মো. আবু সুফিয়ান, মো. মনিরুল কাইউম, জেমস তন্ময় হাজরা, রাম কৃষ্ণ বনিক, বাকারুল ইসলাম, মো. শেখ মিলন, মো. শামীম হাসান, এসএম রাসেল, মো. হাসান শেখ, হেলাল শেখ, বাবুল হোসেন, সাহিদুল মুন্সী ও নাজমুল হাসান, সদস্য মো. আছাদু্জ্জামান, ইব্রাহীম বেপারী, মো. শাকিল শেখ, মো. সাইফুল, নাঈম মৃধা, মো. রেজাউল ইসলাম, মুরাদ মোল্লা, মো. ফরহাদ শেখ, মো. মিঠুন পাট্রাদার, আব্দুল কাদের সিকদার, মো. রুবেল, মো. নাজমুল ইসলাম আকাশ, মোহাম্মদ মেহেদী হাসান ও মো. সাঈদ আবদুল্লাহ।
ফরিদপুর শাখা আহ্বায়ক কমিটি গঠন সম্পর্কে মনজুর রহমান ভূঁইয়া, মো. শাহ্ আলম ও এইচএম স্বপন রানা বলেন, ‘জিসফ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের পাশে থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সব আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে আসছে।’
‘ফরিদপুর শাখা কমিটি জিসফকে আরো শক্তিশালী করবে বলে আমরা প্রত্যাশা করি।’