মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু


November 16/drsohnnnn.jpg

মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে (১৭) অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে তার বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

ভুক্তভোগীর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় একদল ব্যক্তি। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তাকে তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেন। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে এক স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার এক দিন পর ১ জানুয়ারি রাত ৯টায় তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। ভুক্তভোগী তরুণীর মামা বলেন, মেয়েকে অপহরণের কথা শুনে তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই দুই ঘটনায় পরিবারটি এলোমেলো হয়ে গেছে। উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় ডেকে তাকে প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

নির্যাতিতা তরুণীর ভাই বলেন, মামলা করার পর থেকে আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। তারা আমার বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে বিক্রি করে দিতে চেয়েছিল। 

জানতে চাইলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×