মেহেরপুরে এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ছয় লাখ টাকা চুরি


Jan 2025/Agent.jpg

মেহেরপুর উপজেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ভল্টে থাকা ছয় লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক দরিয়াপুর এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল গাফফার জানান, প্রতিদিনের মত কাজ শেষ করে ক্যাশে থাকা টাকা ভল্টে রেখে তালা দিয়ে অফিস ত্যাগ করেন তারা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে অফিস সহকারী অফিস খুলে দেখে ভল্টের তালা ভাঙা।

‘চোরেরা জানালার গ্রিল কেটে ভেতর ঢুকে এবং তারা ভল্টের তালা ভেঙে মোট ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

এ নিয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×