বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির বোয়াল, মূল্য ৫০ হাজার টাকা
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১০ পিএম, ১১ জানুয়ারী ২০২৫

রাজবাড়ীতে পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ বড়শিতে ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৫০ হাজার ৪০০ টাকায়।
শনিবার (১১ জানুয়ারি) ভোরে দৌলতদিয়ায় পদ্মা নদীর কুশাহাটার চর এলাকা থেকে মিরাজ শেখের বড়শিতে মাছটি ধরা পড়ে।
মাছটি শনিবার সকালে দৌলতদিয়া কেসমত মোল্লার আড়তে বিক্রির জন্য আনা হয়। এ সময় উন্মুক্ত নিলামে ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা তিন হাজার ১০০ টাকা কেজি দরে মোট করে ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা জানান, পদ্মার বোয়াল মাছের অনেক চাহিদা রয়েছে। সকালে ঘাট এলাকায় গিয়ে জানতে পারি ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ বড়শিতে ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি আমার আড়ৎ ঘরে এনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।