কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


November 16/kurigram-20250111222424.jpg

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান সাগর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রংপুর কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে সাগর আত্মগোপনে চলে যান। শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমনারায়ন এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাগরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×