গাজীপুর-কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৩৮ পিএম, ১৪ জানুয়ারী ২০২৫
গাজীপুর ও কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কেরানীগঞ্জের একটি অবৈধ প্রিন্টিং কারখানায় চারটি প্রিন্টিং টেবিলে ৪০টি বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়। ফলে গ্যাসের উৎসলাইন তাৎক্ষণিকভাবে কিল করে গ্যাস সরবরাহ বন্ধ এবং কারখানার ১টি কম্প্রেসার, ৪০টি বার্নার, ৪৪টি বল বাল্ব, দেড় ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট হাউজ লাইন অপসারণ করা হয়েছে। কারখানার ভেতরে কাউকে না পাওয়ায় এবং মালিকের তথ্যাদি নিশ্চিত না হওয়ায় তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
আরেক অভিযানে গাজীপুরের বড়দেওড়া, টংগী এলাকায় আনাস ডেনিম প্রসেসিং ওয়াশিং নামক ১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই এলাকায় অন্য একটি বেনামি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ কিল করা হয়েছে। অভিযানে আনুমানিক ৬০ ফুট ৩/৪ ইঞ্চি লাইন অপসারণ করা হয়েছে।