নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল একজনের


November 16/dugruper-sngghrsh-1737044698.webp

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর শেখেরচরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিতে মঞ্জু নামে এক ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। নিহত মঞ্জু (২২) মেহেরপাড়া পৌলানপুর এলাকার আব্দুর রসিদের ছেলে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার শেকারচরের মেহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, এলাকার ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রন ও শেখেরচর কাপড়ের হাটে একটি সরকারী খাস জায়গায় দোকান দখল নেয়াকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইফতি’র সঙ্গে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঙ্গে দ্বন্ধ হয়। 

বিষয়টি মিমাংসার জন্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে দুই পক্ষের সালিস বৈঠকের কথা ছিল। এরই মধ্যে রাত ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে মঞ্জু নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এসময় আরো দু’জন আহত হয়। 

পরে মঞ্জুকে উদ্ধার করে সদর হাসপাতালের আনার সময় পাঁচদোনা পৌছালে তার মৃত্যু হয়। পরে তারা মঞ্জুর লাশ হাসপাতালে না এনে ফিরিয়ে নিয়ে যায়। ওই সময় উত্তেজিতরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আরো বিষয় আছে কিনা সেই বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×