বিএনপি নেতার বাড়িতে সেনাবাহিনী-পুলিশের অভিযান, স্ত্রী-ছেলে গ্রেফতার


Jan 2025/BNP leader.jpg

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মেম্বারের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে টাকা ও ইয়াবা জব্দসহ লিয়াকত আলীর স্ত্রী-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে দৌলতপুরের মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। দৌলতপুর থানা-পুলিশ তাদের সঙ্গে ছিল। কয়েক ঘণ্টার অভিযানে বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার টাকা ও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় লিয়াকতের স্ত্রী কাজলী খাতুন ও ছেলে আবরাহাম লিংকনকে আটক করা হয়। আজ রোববার (১৯ জানুয়ারি) দৌলতপুর থানায় তাদের সোপর্দ করা হয়। এ ঘটনার পর থেকে লিয়াতক আলী পলাতক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘মামলা দায়েরের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×