‘বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৯ পিএম, ১৯ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের কিরণগঞ্জ-চৌকা সীমান্তে শনিবার (১৮ জানুয়ারি) সংঘর্ষের পর বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেওয়া হবে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জের চৌকা সীমান্ত পরিদর্শন শেষে ফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন, ‘বিএসএফের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন করে।’
তিনিজানান, এই বিষয়ে বিজিবির মহাপরিচালককে বিস্তারিত জানানো হয়েছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে চৌকা সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শূন্যরেখার কাছে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে ধীরে ধীরে কয়েক’শ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
গোলাম কিবরিয়া বলেন, ‘বিজিবি এবং বিএসএফের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং বিজিবি সীমান্তে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।’
এদিকে, চৌকা সীমান্ত এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এলাকার নাগরিকদের সীমান্তের কাছাকাছি যেতে বাধা দেওয়া হচ্ছে। বিজিবি ও বিএসএফ পরিস্থিতি শান্ত করতে কাজ করছে, তবে সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।