ছাত্রদল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৩৩ পিএম, ২২ জানুয়ারী ২০২৫

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ছাত্রদলের কর্মী রাব্বি হাওলাদারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পা বাঁধা, হাত ভাঙা ও দুই চোখ উপড়ানো ছিল। পরিবারের দাবি, রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার পূর্ব রহমতপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাব্বি বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু খানের ছেলে এবং বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমানের ছোট ভাই। রাব্বি নিজেও ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
নিহতের বড় ভাই সাব্বির জানান, রাজনৈতিক কারণে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাব্বিকে ফোন করে ডেকে নিয়ে অপহরণ করা হয়। তিন দিন অজ্ঞাত স্থানে আটকে নির্যাতনের পরে তাকে হত্যা করা হয়। আমি এ হত্যার সঠিক বিচার চাই।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার জানান, রাব্বি তিন দিন আগে নিখোঁজ হলে পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।
‘রাব্বির মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডটি পরিকল্পিত। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’