বিশ্বনাথে যুবলীগ নেতা সুইট গ্রেফতার
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৩ পিএম, ২৩ জানুয়ারী ২০২৫

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় র্যাবের হাতে পড়লেন যুবলীগের নেতা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অভিযান চালিয়ে বিশ্বনাথ উপজেলার অপসারিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইটকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গ্রেফতার সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া।
প্রসঙ্গত, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হোন মুহিবুর রহমান সুইট। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন যুবলীগের এই নেতা। তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একাধিক মামলা হয়েছে।