প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে নোয়াখালীতে ‘শোডাউন’, আটক দুই


Jan 2025/Showdown.jpg

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিল উপজেলায় ‘শোডাউন’ করায় যুবলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আটটার দিকে চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর বানসা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ইব্রাহিম খলিল রাসেল (৪২) ও গোলাম কিবরিয়া লিটন (৪৫)। তারা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ভুয়া খবর দেখে বানসা বাজারে ‘মিছিল-শোডাউন’ করে আওয়ামী লীগ-যুবলীগের ২৫-৩০ জন নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়।’

‘তাদের থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×