আইনজীবী শিক্ষক ব্যবসায়ী মিলে খেলছিলেন জুয়া!


Jan 2025/Jua.JPG
ছবি প্রতিকী

বগুড়া জেলার ধুনট উপজেলায় জুয়ার আসর থেকে আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এ ঘটনায় ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন। পরে শনিবার (২৫ জানুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন ধুনটের মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের জালাল উদ্দিনের ছেলে খাদুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন (৫৫), গোপালপুর খাদুলী গ্রামের সামাদ মুন্সীর ছেলে রানডিলা আতাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম (৫৫), দেউড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মোমিন (৩৭), ধেরুয়াহাটি গ্রামের আলিম উদ্দিনের ছেলে ব্যবসায়ী আল আমিন (৫২), ধেরুয়াহাটি গ্রামের মোনছের আলী ছেলে ব্যবসায়ী রতন সরকার (৪৭), খাদুলি গ্রামের আমজাদ হোসনের ছেলে রাকিব (৪৮), কাশিয়াহাটা গ্রামের ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), পীরহাটি গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে তোতা মিয়া (৫৪), অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে সোহেল রানা (৪৩), খাদুলি গ্রামের হানিফ শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৮) এবং বগুড়া সদর উপজেলার নারুলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাবুল আক্তার (৫০)।

এ বিষয়ে মুনজুর মোর্শেদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর বাজারের পিরহাটি গ্রামের আজগর আলীর ছেলে ইমনের চৌচালা একটি ঘরে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৪৪ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×