নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সিপিবি কোতোয়ালীর বিক্ষোভ সমাবেশ


Jan 2025/Traffic Bijoy.jpg

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কোতায়ালী থানা চট্টগ্রামের উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটির আন্দরকিল্লা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সিপিবির কেন্দ্রীয় কর্মসূচী গণতন্ত্র অভিযাত্রার অংশ হিসেবে চট্টগ্রামে এই কর্মসূচী পালিত হয়।

সিপিবি কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, যুব নেতা জাবেদ চৌধুরী, রাশিদুল সামির।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে এক বুক আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করে স্বৈরাচার পতন করেছে। কিন্তু, ঐ বিগত সরকারের নীতি অব্যাহত থাকার কারণে বাজারে জিনিসপত্রের দাম কমানো গেল না। বহুল আলোচিত সিন্ডিকেট ভাঙ্গা গেল না। শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরের কোন খবর নেই। গ্রামের কৃষক ফসলের লাভজনক দাম পাচ্ছে না। ক্ষেতমজুর সহ সাধারণ মানুষের ৩৬৫ দিনের কাজের গ্যারান্টি নেই। শিক্ষা স্বাস্থ্যের অবস্থা দূর হয়নি। সাধারণ মানুষের আয় কমে গেলেও জিনিসপত্রের দাম বাড়তি। বড়লোকের উপরে বাড়তি কোন ভ্যাট ট্যাক্স নেই অথচ বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তোলা হচ্ছে।’

বক্তারা আরো বলেন, ‘অগণতান্ত্রিক পরিবেশ থাকলে নানা ধরনের অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। তারা দেশকে আরও অশান্ত করতে চাইবে। শত শত মানুষের রক্তদানের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে যে গণ-অভ্যুত্থান সংঘটিত হলো, আজ ক্ষমতার দাপটে তা প্রশ্নবিদ্ধ হতে চলেছে। সাম্প্রদায়িক অপশক্তির দাপট বেড়ে চলেছে। মানুষের গণতন্ত্রের আকাঙ্খা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থার অবসান ঘটাতে দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ওপর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সরকার নির্বাচনের কথা শুনলেই নানা ধরনের যুক্তি, কুযুক্তি হাজির করছেন।’

বক্তারা বলেন, ‘আমূল পরিবর্তন ছাড়া মুক্তি নেই। এই আমূল পরিবর্তনের জন্য সংস্কার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলমান থাকবে। তাই, সংস্কারের কথা বলে নির্বাচনের কাল বিলম্ব কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’

তাই, বক্তারা অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×