ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ঘিরে ফের দুই পক্ষের উত্তেজনা


November 16/brahmnbadiza-jela-bienpir-smmeln-ghire-fer-dui-pksher-uttejna-1737828714.webp

আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে সম্মেলনের পক্ষে-বিপক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই পক্ষের নেতা-কর্মীরা। 

রাতে শহরের পাওয়ার হাউজ রোড থেকে আসন্ন সম্মেলনকে অবৈধ উল্লেখ করে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। মিছিলটি কালিবাড়ি মোড়. টি.এ রোড, কুমারশীল মোড়, প্রেসক্লাব প্রাঙ্গণসহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে সরকারি বাড়ি মোড় গিয়ে শেষ হয়। 

এতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, বিএনপি নেতা মো. নিয়ামুল হক, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ জেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বিক্ষোভকারীরা তাদের স্লোগানে আসন্ন সম্মেলনকে অবৈধ দাবি করে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য কবির আহমেদ ভূঁইয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।  

এর আগে সম্মেলনের পক্ষে একটি মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অপর পক্ষের নেতা-কর্মীরা। মিছিলটি কালিবাড়ি মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য নুরে আলম সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের অপর অংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সম্মেলন সফল করতে দলের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। 

উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলন সকলের প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনড় বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×