এবার দোকানের বোর্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তা


November 16/dijital-sainborde-nishiddhghoshit-chatrleeger-fire-asar-barta-1737824270.webp

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বন্ধু মেডিকেল হলের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে একটি লেখা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ওষুধ বিক্রির দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে ওই বার্তা।

প্রত্যক্ষদর্শী জানান, শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাজু আহমেদের ওষুধ বিক্রির দোকানের ডিজিটাল সাইনবোর্ড হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার পর সাইনবোর্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তা ভেসে উঠে। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বন্ধু মেডিকেল হলের ডিজিটাল সাইনবোর্ড হ্যাক হয়ে যায়। এরপর ছাত্রলীগের ফিরে আসার বার্তা ভেসে উঠে। হ্যাক হয়ে যাওয়ায় ডিজিটাল সাইনবোর্ডটি বন্ধ করে রাখা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×