মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ


November 16/dinazpur.jpg

মাঘের শুরুতে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কিছু কম থাকলেও কয়েকদিন ধরে শীত বেড়েছে নওগাঁয়। কুয়াশা কম থাকলেও বয়ে যাওয়া হালকা বাতাস শীতের তীব্রতা বাড়িয়েছে। এমন ঠান্ডায় আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন।

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্যমতে যা শৈত্যপ্রবাহ। আর এটাই চলতি মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা যায়, রোববার সকালে কুয়াশা ও মেঘমুক্ত আকাশে উঠেছে সূর্য। তবে হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। গত দুইদিন থেকে সূর্যের দেখা মিললেও তাতে খুব একটা নেই উত্তাপ। আবারও বিকেল হতেই তাপমাত্রা নিম্নগামী হওয়া শুরু করে। রাতের বেলায় বেশি শীত অনুভূত হয়।

কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও কৃষিজীবী মানুষ। উপায় না থাকায় সকাল হলেই এসব মানুষ মোটা গরম কাপড় পরে কাজে বের হচ্ছেন। এছাড়াও নওগাঁয় এখন চলছে বোরো ধান রোপণের ভরা মৌসুম। শীতের কারণে ধার রোপনে কিছুটা বেগ পেতে হচ্ছে।

বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার রিকশাচালক আব্দুল জব্বার বলেন, আজকে সকাল থেকেই কুয়াশা কম। তবে বাতাস হচ্ছে। এই কারণে শীত লাগছে। বিকেলের পর থেকে শীত পড়ে বেশি। তখন রিকশা চালানো খুব সমস্যা হয়ে যায়।

সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের ফিরোজ হোসেন হোসেন, গত দুই দিন থেকেই রোদ উঠছে। তবে সকালে জমিতে নামা যায় না। পানিতে পা দিলে মনে হয় হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখন ধান লাগানোর কাজ চলছে। এই ঠান্ডায় সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত কাজে নামাই যায় না।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল। একই সঙ্গে সূর্যের দেখাও মিলেছে। তবে কুয়াশা না থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে নওগাঁয়।

বিস্তারিত কমেন্টে...

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×