জীবন্ত গাছে মাদকসেবীদের আগুন


November 16/thumbnail_Brahmanbaria_Agun_20250126_105235687.jpg

গাছ মানুষের পরম উপকারী বন্ধু। আর সেই জীবন্ত গাছেই কি-না আগুন দিল মানুষ। শুধু শীত নিবারণের জন্য এমন কাণ্ড ঘটানো হয়েছে। এতে পুড়ে গেছে গাছের গোড়া।

গত দু’দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠের পাশের একটি গাছে আগুন জ্বলছে। এতে গাছের গোড়া পুড়ে যায়।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে গাছ পুড়িয়ে শীত নিবারণের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, শহীদ মিনার লাগোয়া গাছটির অবস্থান। এটি কড়ই গাছ। আগুনে গাছের গোড়া থেকে চার-পাঁচ ফুট উচ্চতা পর্যন্ত পুড়ে গেছে। কিছু অংশ পুড়ে কয়লা হয়ে গেছে। নাকে লাগছিল পোড়া গন্ধ।

গাছটির পরিচর্যায় এগিয়ে এসেছেন রুবেল আহমেদ নামে এক প্রকৃতি প্রেমী ও সাংবাদিক। জানালেন, গাছ পোড়ার দৃশ্য দেখার কথা।

স্থানীয়রা এ ঘটনাটিকে বিকৃত মানসিকতার কাজ বলে উল্লেখ করেছেন। এটি মাদকসেবীদের কাণ্ড বলে আখ্যায়িত করে তারা প্রতিরোধের ঘোষণা দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×