রায়পুরায় টেঁটা ও বন্দুক যুদ্ধ, বহু হতাহতের শঙ্কা


November 16/norsindhiiii.webp

নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পাওয়া গেছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭ টা ৫০ মিনিটে শুরু হওয়া দুই পক্ষের সংঘর্ষ এখনও চলছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে রায়পুরা থানার ওসিসহ পুলিশ সদস্যরা চলে গেছেন। তিনজন নিহত হওয়ার খবর শুনেছি তবে নিশ্চিতভাবে বলতে পারছি না।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতিয়ার রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের অনুসারীরা আজ সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় কতজন আহত ও নিহত হয়েছে জানা যায়নি। এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×