ডিবির অভিযানকালে দিনমজুরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৪৮ পিএম, ২৬ জানুয়ারী ২০২৫

শরীয়তপুরের জাজিরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চলাকালে মিলন বেপারী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন বেপারী ওই এলাকায় মৃত আমজাদ বেপারীর ছেলে।
পরিবারের দাবি ডিবির মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে যে আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আকরাম এলাহী বলেন, গতকাল রাতে মরদেহ নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তের ফলাফল এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জেলার গোয়েন্দা শাখার পরিদর্শক আবু বকর মাতুব্বর বলেন, পদ্মা সেতু এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল বেপারীর বাড়িতে অভিযান চলাকালে তার মামা মিলন বেপারী খবর পেয়ে ছুটে আসার সময় আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ডিবির সদস্যরা তার পরিবারকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে।
আমরা তখন আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি। পরে শুনতে পাই যে উনি নাকি মারা গিয়েছেন। তবে ডিবির মারধরের বিষয়টি সত্য নয়।