রামগড়ে বিআরটিএ চট্টগ্রামের বিশেষ অভিযান
- খাগড়াছড়ি প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৪ পিএম, ২৬ জানুয়ারী ২০২৫

সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষে খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়।
রোববার (২৬ জানুয়ারি) সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
বিশেষ অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন আদালত-১১’-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীরা ।
অভিযানে বিভিন্ন অপরাধে ১৭টি মামলায় ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করে খাগড়াছড়ি জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন ।