চাটমোহরে ছাত্রলীগের সাবেক নেতা আলীম গ্রেপ্তার


Jan 2025/Alim.jpg

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাবনা জেলার চাটমোহর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আলীমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টার দিকে চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলীম উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চাটমোহর গুনাইগাছা ইউনিয়নে বিস্ফোরক মামলার আসামি ছিলেন আলীম। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এদিকে, চাটমোহর থানা থেকে পাবনা আদালতে নেয়ার জন্য হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলার সময় থানা চত্বরে সাংবাদিকেদের দেখে ‘জয় বাংলা’ শ্লোগান দেন আব্দুল আলীম।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘জয় বাংলা। কোনো টেনশন নাই। বাংলাদেশ আবার স্বাধীন করব, ঘুরে এসে। আবার এ দেশ স্বাধীন করবো ইনশাআল্লাহ জেল থেকে ঘুরে এসে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় শেখ হাসিনা। শেখ হাসিনা বীরের বেশে, এই দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা ভয় করি না, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। কত বার জেলে নেবে। যত বার জেলে নেবে, তত বার আমরা এসে আন্দোলন করবো। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসব।’

এরপর পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে পাবনা আদালতের উদ্দেশ্যে রওনা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×