চাটমোহরের ডিবিগ্রামে অসামাজিক কার্যকলাপের অভিযোগ
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:০২ পিএম, ২৭ জানুয়ারী ২০২৫

পাবনা জেলার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নে রমরমা দেহ ব্যবসায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়নের মহেশপুর গ্রামে বি়ভিন্ন এলাকা থেকে নারী ভাড়া করে এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে স্থানীয় কিছু যুবক।
সম্প্রতি অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় হাতে নাতে দুইজন নারীকে আটকের পর অভিযোগটি প্রকাশ্যে আসে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ডিবিগ্রাম ইউনিয়নের দয়রামপুর গ্রামের মজিদ প্রামাণিকের ছেলে আজিজুল প্রামাণিকসহ স্থানীয় কয়েকজন বিভিন্ন এলাকা থেকে প্রায়ই কয়েকজন করে নারী নিয়ে এসে নির্বিঘ্নে দেহ ব্যবসায় চালিয়ে যাচ্ছে।
অভিযোগ, দীর্ঘ দিন ধরে চলছে এই ব্যবসায়। তাদের এসব অবৈধ কাজে বাধা দিতে গেলে উল্টো প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় অভিযুক্তরা। তাদের এই অসামাজিক কাজে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিপথগামী হচ্ছে স্থানীয় যুব সমাজ। গত ১৫ জানুয়ারি এমন কর্মকাণ্ডের সময় দুই নারীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিবিগ্রামের দয়রামপুরে নিয়মিতভাবে সন্দেহজনক কার্যকলাপ চলছিল। গত ১৫ জানুয়ারি রাতে স্থানীয়রা ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। তাদের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে, তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ওই নারীরা জানিয়েছিলেন, আর্থিক সংকটের কারণে এই পেশয় জড়িত হয়েছেন। ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপে তারা করবে না মর্মে কাকুতি-মিনতি করলে এলাকাবাসী দুই নারীকে ছেড়ে দেয়। তবে, ছাড়া পাওয়ার আগে তারা এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে স্বীকার করেন- তাদের এই কাজের জন্য নিয়ে এসেছে আজিজুল। তাদের স্বীকারোক্তির ভিডিও রেকর্ডও করে রাখেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত আজিজুল প্রামাণিকের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি প্রথমে স্বীকার করলেও পরে অস্বীকার করেন।
তিনি বলেন, আমি এসব কাজে জড়িত নই। আপনারা তদন্ত করে দেখেন।’
এলাকাবাসী তার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে বলে দাবি করেন আজিজুল।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি বা আমাদের জানায়নি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’