ট্রেন রেখে পালালেন চালক, অবরুদ্ধ স্টেশন সুপার


Jan 2025/Trian Driver.jpg

ময়মনসিংহে রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে থাকা আন্দোলনকারীদের ভয়ে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি যাত্রীসহই রেখে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় ট্রেন যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে স্টেশন সুপারিনটেনডেন্টকে অবরুদ্ধ করলে প্রায় ৩৫০ জন যাত্রীর টিকিট মূল্য ফেরত দেওয়া হয়।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ভোর রাত থেকে দেশজুড়ে চলছে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি। মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন তারা। এর মধ্যে মঙ্গলবার সকালে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসে। এ সময় আন্দোলনকারীদের ভয়ে ট্রেন রেখে পালিয়ে যান চালক।  

এ ঘটনায় বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্টকে অবরুদ্ধ করে হট্টগোল শুরু করে। পরে জেলা প্রশাসনের হস্থক্ষেপে প্রায় ৩৫০ জন যাত্রীর টিকিট মূল্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরত দেয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

তিনি বলেন, ‘রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধের মধ্যে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে হাওর এক্সপ্রেস। ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীদের তোপের মুখে পড়ার ভয়ে ট্রেন রেখে পালিয়ে যান চালক। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের প্রায় পাঁচ শতাধিক যাত্রী।’

এই নিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ‘টিকিট মূল্য ফেরত প্রক্রিয়া চলমান আছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। তবে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×