শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর জেলা ইউনিটের কম্বল বিতরণ


Jan 2025/Blanket.jpg

হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর জেলা ইউনিট।

সোমবার (২৮ জানুয়ারি) সকালে মাদারীপুর সমন্বিত সরকারী অফিস ভবনের মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর জেলা ইউনিটের উপ-পরিচালক ও ইউনিট লেভেল অফিসার আব্দুস সবুর মোল্লা। 

যুব প্রধান শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুর রহিম, ওহিদুজ্জামান কাজল, জাহিদ খান, দিদার মোল্লা, রিয়ামণিসহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ।
 
পরে সদর উপজেলার হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোছা. ইয়াসমিন আক্তার।

পর্যায়ক্রমে জেলার অন্য উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর জেলা ইউনিটের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×