মাদারীপুরে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের দাওয়াতী মিশন অনুষ্ঠিত


Jan 2025/Mission.jpg

মাদারীপুরে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসন্মেলন উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বাদ মাগরিব শহরের শকুনী লেকেরপাড় ডেলিসিয়াস রেস্টুরেন্টে এই দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়।

কাতার প্রবাসী আজিজুল ইসলাম মাতুব্বরের সৌজন্যে সভায় বক্তব্য দেন মিশন প্রধান ছিলেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোর্শেদ হাসান জামাল। 

তিনি আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি বাইরশি সদরপুর ফরিদপুরে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসন্মেলনে সাংবাদিকদের মাধ্যমে সবাইকে দাওয়াত দেন।

দাওয়াতী মিশনে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হাবিবুর রহমান মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রাজিব হায়দার তাজ, জাকের পার্টি মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান আকন, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সহ সভাপতি বিপু মাতুব্বর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রহিম খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

দাওয়াতী মিশনে মাগরিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, পাক কালাম ফাতেহা শরীফ, মোরাকাবা মোসাহাদা, এক খতম মিলাদ শরীফ বাদ মোনাজাত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমদাদুল ইসলাম আশেকী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×