বরিশালে ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, সব রুটে বাস বন্ধ


Jan 2025/Borishal Bus fare.jpg

বরিশাল ব্রজমোহন কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কের পর শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবি জানিয়ে বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীরা রূপতলী বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাঙচুর করেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের ছাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয়। এ খবর জানতে পেয়ে সন্ধ‍্যার পর ব্রজমোহন কলেজেসহ শিক্ষার্থীরা রূপাতলী বাস স্ট‍্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করে। এ সময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় তারা বাস স্টাফের বিচারসহ আট দফা দাবি জানায়।

রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সিকদার জানান, বাস মালিক ও শ্রমিকরা নিরাপত্তার দাবিতে বরিশাল বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

ঘটনাস্থলে যৌথ বাহিনী, বাস মালিক, শ্রমিক ও ছাত্র প্রতিনিধিরা সমঝোতা বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×