মাদারীপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:২৪ এম, ২৯ জানুয়ারী ২০২৫

মাদারীপুরের কালকিনি ও শিবচরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আলাদা জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জেলার কালকিনিতে পরিত্যক্ত একটি ডোবা থেকে সন্ধ্যায় হিরন নেছা (৬৫) নামে এক নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিরন নেছা পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের কালাম মৃধার স্ত্রী।
একই সময় শিবচরের মাদবরেরচর এলাকার রেললাইনের পাশে মুন্না মির্জা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুন্না ফরিদপুরের নগরকান্দা এলাকার রাজ্জাক মির্জার ছেলে। কয়েক বছর ধরে তিনি শিবচরের গুয়াতলা এলাকায় ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন ভ্যান চালক। ৪ দিন আগে থেকে নিঁখোজ ছিলো মুন্না। এই ঘটনায় শিবচর থানায় একটি নিখোজ জিডি করা হয়েছিল।
জানা গেছে, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের রেললাইনের পাশে কাশবনের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট এবং গায়ে টিশার্ট ছিলো।
অপরদিক, বৃদ্ধা হিরন নেছা বেগম গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে তার কোন সন্ধান না পেয়ে বৃদ্ধার বড় ছেলে লিটন মৃধা বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার নতুন পানেরহাটের পূর্ব পাশে ডোবার মধ্যে হিরন নেছার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসাইন জানান, রেল লাইন সংলগ্ন এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।