লোন-চাকরির কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ বিএনপির নেতার


Jan 2025/Abul Kalam Azad.jpg

গাইবান্ধার পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে দলের হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি চাকরি ও ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ, বাড়ি দখল ও হয়রানি করছেন।

বুধবার (২৯ জানুয়ারি) গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযুক্ত আবুল কালাম আজাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এ সময় তার দৃষ্টান্তমূলক শাস্তি, টাকা, বাড়ি উদ্ধারসহ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার পলাশবাড়ির আসমতপুর এলাকার রফিকুল ইসলাম লিখিত বক্তব্য তুলে ধরেন। 

তিনি বলেন, ‘বিএনপির নেতা আবুল কালাম আজাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। এ সুবাদে আমাকে গরুর খামার করার জন্য তিন কোটি টাকার লোন পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাবে রাজি হলে তিনি ২০২২ সালের ২৫ ও ২৮ আগস্ট দুই দফায় আমার কাছ থেকে ২৩ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘ দিনেও ব্যাংক থেকে লোন না পাওয়ায় হতাশ। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবন যাপন করছি। টাকার অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারছি না। এ নিয়ে প্রশাসনসহ দলের প্রভাবশালী নেতাদের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার পাইনি। বরং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন আবুল কালাম আজাদ।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রতারণা-জালিয়াতি, হুমকি-ধমকি ও দখলদারিতে বেপরোয়া হয়ে উঠেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা জানান, ৬ আগস্ট পলাশবাড়ীর কালিবাড়ি এলাকায় ব্যবসায়ী গোলাম আজমের সাত শতক জমিসহ বাড়ি দখল করেছেন আজাদ। এমনকি ২০০৭ সালেও আজাদ জমির জন্য তার বাবাকে ‘হত্যাচেষ্টা’ চালান। এছাড়াও চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে মোছা. শেলী বেগম, মোছা. শাপলা বেগম, সিমা খাতুন।

অভিযোগের বিষয়ে পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘তার নামে যেসব অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। ৫ আগস্টের আগের ঘটনা সেখানে তুলে ধরা হয়েছে।’

বরং তিনি রফিকুল ইসলামের টাকার বিষয়ে বলেন, ‘তার বিরুদ্ধে টাকা নেওয়ার ঘটনায় আদালতে মামলা করেছেন তিনি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×