‘ডিসি-থানা সব বুক করে ফেলছি, আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু’
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৫৭ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

‘অনলাইনে জুয়া খেলার’ এক সঙ্গীর কাছে নিজের ক্ষমতা জাহির করতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বিএনপির নেতা মো. মন্টু হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ নাম শুনে মামলা নেয়নি। এমনকি ডিসি, থানা ও ফাঁড়ি সব বুক করে ফেলছি।’
বিএনপি ওই নেতার এমন বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়েছে।
মো. মন্টু হাওলাদার (৪৫) নাজিরপুরের দেউলবাড়ি দোবরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
ভাইরাল হওয়া অডিওতে মন্টু হাওলাদারকে বলতে শোনা যায়, ‘আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার উপর। আমার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ নাম শুনে মামলা নেয়নি। এমনকি ডিসি, থানা ও ফাঁড়ি সব বুক করে ফেলছি।’
অনলাইনে জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে সম্প্রতি হাউল ও তার ভাই কাউয়ুম নামের দুই যুবককে পিটিয়ে আহত করেন মন্টু। এ নিয়ে ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে মন্টু হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জানান, মন্টুর দলীয় কোনো পদ নেই।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘অভিযুক্ত মন্টুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’