বরিশাল-ঝালকাঠিসহ ১৫ রুটে বাস বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩৫ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

বরিশালে ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠিসহ বরিশাল বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে রূপাতলী বাস টার্মিনালে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।
তাদের অভিযোগ, মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে হাফ ভাড়া নিয়ে ছাত্ররা বিরোধে জড়িয়ে পড়েন। এরপর তারা রূপাতলীর শ্রমিক ইউনিয়নের কার্যালয় ও তাওহিদ পরিবহনসহ কয়েকটি বাস ভাঙচুর করেন।
শ্রমিকরা জানান, তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
বাস চলাচল বন্ধ হওয়া রুটগুলো হল বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী ও কুয়াকাটা।
এর আগে মঙ্গলবার বিকেলে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রী বরিশাল-ঝালকাঠি সড়কপথে হাফ ভাড়া দেন। এতে বাসের হেলপার ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন।
এ খবর পেয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ভাঙচুর চলে। এরমধ্যে শ্রমিকদের হামলায় আহত হন তিন শিক্ষার্থী।