দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা!
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৪ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মা ও দুই শিশুসন্তানের বিষপানে আত্মহত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। ঘটনার দিন, বাড়িতে কেউ না থাকায় অভিমান করে রত্না খাতুন (৩০) তার দুই সন্তান মাহির (৫) ও আরিয়ানকে (৯ মাস) বিষ খাওয়ান এবং নিজে বিষ পান করেন। পরিবার ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকির হোসেন দুই শিশুকে মৃত ঘোষণা করেন। মায়ের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) স্থানান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।