কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম


November 16/satkhira-20250129235607.jpg

কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামালউদ্দিন টুটুলকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, হত্যার উদ্দেশ্যে টুটুলের ওপর এ হামলা চালানো হয়। 

ভুক্তভোগী অভিযোগ করেছেন, বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার যুগিবাড়ি নদীর মাটিকাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মঞ্জুর রোমেল এবং স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম রন্জুর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে টুটুলকে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি জায়গা থেকে ইটভাটায় মাটি উত্তোলনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টুটুলের মাথায় দা দিয়ে কোপ মারেন ছাত্রদল নেতা রোমেল। শাবল দিয়ে আঘাত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু।

এ বিষয়ে অভিযুক্তদের মন্তব্য জানতে চাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তারা। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×