রংপুরে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


November 16/1738171781.webp

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতাকারী ও পরিকল্পনাকারী ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২৯ জানুয়ারি) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের রংপুর রেঞ্জ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের পৌরসভা শাখা ছাত্রলীগের সদস্য মিম হোসেন, চেহেলগাজী ইউনিয়ন যুবলীগের সদস্য জগদীশ চন্দ্র দাস, ফুলবাড়ী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর হোসেন ওরফে মিন্টু, ঠাকুরগাঁও আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সদস্য আল আমিন হোসেন।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং নাশকতার যে-সব মামলা হয়েছে। সেইসব আসামিদের গ্রেপ্তারে আমাদের সাঁড়াশি অভিযান চলছে। অপরাধ দমন এবং অভিযুক্ত আসামিদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×