প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে রিকশা চালিয়ে সংসারের হাল ধরছেন জরিনা


Jan 2025/Jorina.png

জরিনা বেগম সিলেট শহরের জীবন যুদ্ধে হার না মানা এক নারীর নাম। নারী হয়েও রিকশা চালিয়ে সংসারের হাল ধরছেন তিনি। সিলেট শহরে প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ান সন্তানদের মুখে আহার তুলে দেয়ার জন্য। শারিরীক অসুস্থতা আর স্বামীর ছেড়ে চলে যাওয়ার মতো হাজারো সুখস্মৃতি পেছনে ফেলে জরিনা যেন সন্তানদের নিয়ে নতুন স্বপ্ন বুনছেন বাকি জীবন কাটানোর। 

সিলেট শহরের শামিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় ছেলেদের নিয়ে জরিনার বসবাস। জীবন সংগ্রামে শরীরে বাসা বেধেছে নানা ধরনের রোগ সাথে যুক্ত হয়েছে কিস্তির বোঝা বয়স হওয়াতে শারীরিক ও মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন এই নারী। তবুও প্রতিদিন নতুন সুর্য উদয় হওয়ার সাথে সাথে আরেক দিনের আহার যোগাড়ে তিন চাকার রিকশা নিয়ে সড়কে বের হন তিনি। 

ঢাকা ওয়াচকে জরিনা বলেন, ‘আমি অসুস্থ মানুষ। প্রতিদিন যা আয় করি তা দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। তার উপর মাদকাসক্ত স্বামী ছেড়ে চলে গেছে। তিন সন্তানকে মানুষ করার দায়িত্ব আমার উপর পড়েছে। জীবনে মাঝেমধ্যে একা মনে হয়। তবে সন্তানদের মুখের দিকে থাকিয়ে প্রতিদিন কাজের জন্য বের হতে হয়। তবে আমি রিকশা চালানোতে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি বরং আমাকে সহযোগিতা করে সবাই। সিলেট শহরের সবাই আমাকে অনেক স্নেহ করেন ভালোবাসেন। কিস্তির টাকা গত মাসে পরিশোধ করতে পারিনি। তাই আমার মাও আমার সাথে কথা বলেন না।’

নুন আনতে পান্তা ফুরানো জরিনার জীবন সংগ্রাম জরিনার হাসির মতো উজ্জ্বল না; যার প্রতিটি মোড়ে রয়েছে দু:খ দিয়ে গাথা এক অজানা গল্প। অসুস্থতার কারণে যদি এক দিন জরিনা কাজে না যান, তাহলে সন্তানদের নিয়ে উপোস থাকতে হয় তাকে। প্রায় অর্ধ লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি এখন দিশেহারা। তবে সমাজে অন্যদের মতো অভাবের তাড়নাকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রম করে মাথা উঁচু করে বেঁচে থাকার যে সাহসীকতা জরিনা দেখিয়েছেন, সেটা নিসন্দেহে অন্যদের জন্য অনুপ্রেরণাও বটে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×