দাঁড়িয়ে থাকা বাসে আগুন


Jan 2025/Fire in Bus.webp

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাঁই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজের একটি বাস ভূরুঙ্গামারী বাস স্ট‍্যান্ডে রেখে ভেঙ্গে যাওয়ায় সিটের খুঁটিতে ঝালায়ের কাজ করতেছিলো। এক পর্যায় দুপুরের দিকে হঠাৎ বাসটিতে আগুন লাগে। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত সেখানে ছুটে যায়। 

পরে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে আগুনে বাসের বেশির ভাগ আসন পুড়ে ছাঁই হয়ে যায়।

আহসান এন্টারপ্রাইজের ভূরুঙ্গামারী কাউন্টারের ম‍্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুঁটি ভেঙ্গে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সীটে পড়েছে। সেটা আস্তে আস্তে আগুনে রুপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সবকয়টা সিট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এটা নাশকতার মতো কিছু নয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×