পুলিশ হেফাজত থেকে নিক্সনের সহযোগীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা


November 16/Screenshot_2025-01-31_091005_20250131_092035362.webp

ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী ফারুক হোসেন বাকুকে (৪১) পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আসামি ফারুক হোসেন বাকু উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন বাকু উপজেলার আটরশি মোড়ে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এ খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রাসেল ঘটনাস্থলে ছুটে যান এবং ফারুককে আটক করে থানায় নিয়ে আসেন।

থানায় আনার পর অসুস্থ হলে এসআই হাদিউজ্জামান দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ফারুককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ফারুককে আটক করেছে - এ খবর ছড়িয়ে পড়লে তার অনুগত সন্ত্রাসীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইদুল হাসান জানান, হাসপাতালে আনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়িয়ে রাখার কথা বলা হয়, ঘুমের ইনজেকশন দেওয়ার চেষ্টা হয়। এর মধ্যে এ (ঘৃণ্য) ঘটনা ঘটে গেল।

সদরপুর থানার এসআই কাজী রাসেল বলেন, ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি। পরে তিনি অসুস্থতার ভান ধরেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে তার লোকজন তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এসআই হাদিউজ্জামান বলেন, ফারুক হোসেনের প্রায় ২০-৩০ জন সহযোগী হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে চলে যায়। সে সময় আমরা মাত্র তিনজন পুলিশ ছিলাম। তাদের বাধা দেওয়ার সামর্থ্য ছিল না।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, ফারুক হোসেন বাকুকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×