মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অন্তঃসত্ত্বা নারী


November 16/thumbnail_VideoCapture_20250131-140658_20250131_145930282.jpg

মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহতের ঘটনার রেশ না কাটতেই এবার দুই গ্রুপের উত্তেজনায় এক অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দু’জন নিহতের ঘটনার জেরে একাধিক ডাকাতি মামলার আসামি নৌ-ডাকাত কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কিবরিয়া গ্রুপের সদস্য রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন ব্যাপারীসহ তার লোকজন।

এসময় অতর্কিত গুলিতে আহত হন এক অন্তঃসত্ত্বা নারী। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই অন্তঃসত্ত্বা নারীর শরীরের ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাওয়ায় ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির গ্রুপের সংঘর্ষে নিহত হন মুন্সিগঞ্জের কালিরচর ও চাঁদপুরের মতলব এলাকার দু’জন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আরও একজন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা।

এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলন করার সময় স্থানীয়রা বাঁধা দিতে গেলে চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এসময় নাহিদ (২০) নামে এক যুবক গুরুতর আহত হন।

শুক্রবার সকাল নয়টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বেরু মোল্লাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×