ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে বাংলাদেশির মৃত্যু


November 16/4574jpg5-1738334543.webp

ইউরোপের দেশ ইতালি যেতে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সুমন মিয়া (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

লিবিয়ায় থাকা তার এক আত্মীয়ের মাধ্যমে বিষয়টি স্বজনেরা নিশ্চিত হয়েছেন। সুমন পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার মাহমুদ হোসেনের ছেলে।

সুমনের স্বজনেরা জানায়, চার মাস আগে ইতালি যেতে স্থানীয় এক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান সুমন। বাড়িতে তার স্ত্রী ও যমজ ছেলে-মেয়ে রয়েছে। গত ২৪ জানুয়ারি সেখান থেকে ২৫ জন মিলে একটি বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন। এ সময় সুমনসহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে সুমনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সুমনের স্ত্রী পলি বেগম, বোন শিল্পী বেগমসহ পরিবারের সদস্যরা সুমন মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। 

পলি বেগম বলেন, ‘শম্ভুপুর শান্তিপাড়া এলাকার সুইটি নামের দালালের মাধ্যমে আমার স্বামী লিবিয়ায় যান। কিন্তু তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। ২৩ জানুয়ারি আমার সঙ্গে শেষ কথা হয় সুমনের। তিনি বলেছিলেন, ইতালি পৌঁছে ফোন দেবেন। কিন্তু চার দিন আগে মৃত্যুর খবর পেলেও ২৯ জানুয়ারি রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। স্বামীর মরদেহ দেশে আনা ছাড়া আমি আর কিছু চাই না। আমার শিশুসন্তানেরা যেন শেষবারের মতো তাদের বাবার মুখ দেখতে পায়।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, ‘মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তবে যারা অবৈধ পথে বিদেশে যাওয়ার পথে মৃত্যুবরণ করে, তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে সহযোগিতা করে থাকে প্রশাসন। তা ছাড়া দালালদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়। মরদেহ ফিরে পেতে তার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’ 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×