শহীদ জিয়া স্মৃতি সম্মাননায় ভূষিত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা!


November 16/1738431799.0.jpg

পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলালকে ‘শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২০২৪’ দিয়েছে জিয়া সাংস্কৃতিক জোট। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে।

মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।

জানা গেছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের হাত থেকে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২০২৪ নেন আলাউদ্দিন আলাল। কীভাবে আওয়ামী লীগের একজন দোসর বিএনপির মতো দলের শীর্ষ নেতার হাত থেকে এমন পুরস্কার পান, তা নিয়েই মূলত প্রশ্ন।

পটুয়াখালী পৌর বিএনপির সাবেক নেতা শহিদুল ইসলাম ফেসবুকে পোস্ট করে প্রশ্ন তুলেছেন, কীভাবে এক আওয়ামী লীগ নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের হাত থেকে এই সম্মাননা পেলেন। তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। একইভাবে, ছাত্রদল নেতা রাকিবুল হাসানও এই সম্মাননা ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এবং সুপারিশকারীদের বিচারের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, আওয়ামী লীগ নেতারাও এ বিষয়ে সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির নেতা জিএম দুলাল আলালের সম্মাননা গ্রহণের ছবি পোস্ট করে তাকে তীব্র কটাক্ষ করেছেন। এছাড়া, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি তার প্রয়াত পিতার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে পরোক্ষভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেছেন, আমি ফেসবুকে বিষয়টি দেখেছি, তবে বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে জানাবো।

আলাউদ্দিন আলালের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×