অস্বচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা


Feb 2025/Lakshmipur pourv.jpg

লক্ষ্মীপুর পৌর এলাকার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদের হল রুমে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্ণীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্ণীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, হত-দরিদ্র বাসিন্দাদের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে তিন দিনব্যাপী এই ক্যাম্পেইনে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হবে। 

একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার কথাও জানান পৌর কতৃপক্ষ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×