অপহৃত পনের জেলের মুক্তিতে ৪৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫
 25/chor.webp)
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অপহরণের শিকার পনের জেলের মুক্তির জন্য জনপ্রতি তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছেন জলদস্যুরা। এতে সব মিলিয়ে টাকার অঙ্ক দাঁড়াচ্ছে ৪৫ লাখ। এমন খবরে দিশেহারা হয়ে পড়েছেন জেলে পরিবারগুলো।
অপহরণে চার দিন পর অর্থাৎ ৩১ জানুয়ারি জলদস্যুরা মুক্তিপণ চেয়েছেন বলে জানা গেছে। পরে রোববার (২ ফেব্রুয়ারি) তা জানাজানি হয়।
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, ২৭ জানুয়ারি দিবাগত রাতে দুবলার আলোরকোলের জেলেরা সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র জলদস্যু একটি মাছ ধরার নৌকায় করে এসে তাদের ওপর হামলা করে। এসময় ১৫ জেলেকে অপহরণ করা হয়।
তিনি জানান অপহৃত জেলেরা হলেন, শাহআলম, আজাহারুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন, আলমগীর হোসেন, শাহাজান গাজী, মো. রাসেল, মো. শাহজাহান ঢালী, হাফিজুর রহমান, মো. শাহীনুর আলম, মতিয়ার সরদার, খান রফিক, রিপন মোড়ল, নুরে আলম, ও নাথন বিশ্বাস। তাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায়।
জেলে সমিতির সভাপতি জানান, ‘অপহরণের চার দিন পরে দস্যুরা মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন। একই সঙ্গে দ্রুত টাকা না পেলে জেলেদের জেলেদের হাত-পা ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।’
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, ‘দুবলারচরে জেলে অপহরণের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঘটনার দিন আক্রমণের শিকার জেলেরা ওই দলের তিন জলদস্যুকে ধরে কোস্টগার্ডে সোপর্দ করে। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়। তবে পুলিশ এনিয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলছেন জেলে পরিবারগুলো।