নরসিংদীতে টেক্সটাইল মিলে আগুন, দেড় ঘণ্টার পর নিয়ন্ত্রণে


Febuary (Naeem) 25/norsindhi.jpg

নরসিংদী সদর উপজেলার একটি টেক্সটাইলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে সদর উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদীর দুটি ইউনিট যুক্ত হয়।


সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন কার্যালয়ের পাশে মরিয়ম টেক্সটাইলে এ ঘটনা ঘটে বলে জানান নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটেনি।

ফায়ার সার্ভিসের শিমুল মোহাম্মদ বলেন, ‘খবর পেয়ে দুপুর ১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে নরসিংদীর তিনটি ও মাধবদী উপজেলা সার্ভিসের দুটি ইউনিট যুক্ত হয়।’

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×