সিলেটে স্টেডিয়ামের কাউন্টারের সামনে থেকে চার জুয়াড়ি আটক


Feb 2025/Gambler.jpg

সিলেটে এবার অনলাইন তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়াররি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী জেলার আব্দুল মালেকের পুত্র সাগর আহমেদ (৩৪), মোগলাবাজার থানার কামাল মিয়ার পুত্র ফকির আলী (২৮), দক্ষিণ সুরমার মৃত উস্তার আলীর পুত্র ময়নুল ইসলাম (৩০) ও একই উপজেলার এলাইছ মিয়ার পুত্র জনি আহমেদ (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের টিকেট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। 

‘এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×