মাদারীপুর পৌরসভায় ময়লা অপসারণ নিয়ে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


Feb 2025/Garbage.jpg

মাদারীপুর পৌরসভার আওতাধীন এলাকার ময়লা-আবর্জনা অপসারণ নিয়ে উদ্ভুত সমস্যার পরিপ্রেক্ষিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক মুহাম্মদ হাসিবুল আলম। 

সভায় নাগরিকরা ময়লা অপসারণে দীর্ঘসূত্রিতা, নির্দিষ্ট স্থানগুলোতে আবর্জনা জমে থাকা ও ব্যবস্থাপনার অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন। পৌরসভা কর্তৃপক্ষ এসব সমস্যার বাস্তবতা স্বীকার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় জামায়াতে ইসলামীর জেলা আমীর মোখলেসুর রহমান, নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির নেতা সোহরাব হোসেন হাওলাদার, সনাকের সভাপতি খান মোহাম্মদ শহীদ উপস্থিত ছিলেন। 

পরবর্তী পৌরসভার প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, র‍্যাবের ও পুলিশের টিম ও স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক গোলাম আজম ইরাদ, আরাফাত রহমান ও সাগর হোসেন তামিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা শহরের পান্তাপাড়া এলাকায় গিয়ে ময়লা অপসারণের স্থান পরিদর্শন করেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে যথাযথ আবর্জনা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় নাগরিকরা পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ময়লা ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান। এ সময় সবাই মিলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মাদারীপুর গড়ে তোলার আশা ব্যক্ত করেন। 

সভায় সড়ক ও জনপথ, এলজিইডি, পিডব্লিউডিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×