মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই


Feb 2025/Rape Lakshmipur.jpg

স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন- এমন মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশীর চরলক্ষী এলাকায় গত শুক্রবারের (৩১ জানুয়ারি) দিবাগত রাতের এই ঘটনায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। একইসাথে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাদী হয়ে রায়পুর থানায় তিনজনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃতরা হল মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২)।

ভোরে চরলক্ষী এলাকায় অভিযান চালিয়ে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলায় আলমগীর হোসেনকে শোন অ্যারেস্টে দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে মিলন হাওলাদার ও আলমগীর হোসেন চরলক্ষী এলাকায় ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী ঘর থেকে দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে অভিযুক্তরা জানান, তার স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক।
 
এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তিন যুবক। পরে পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এই মামলায় মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর ওই এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ হাতে-নাতে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় বর্তমানে জেল-হাজতে রয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তাকে শোন-অ্যারেস্টে দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×