রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট কর্মচারী গুলিবিদ্ধ


5Feb 2025 (Naeem)/hatirjheel.jpg

রাজধানীর হাতিরঝিল এলাকায় মো. সুমন (২৫) নামের এক ইন্টারনেট কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গুলিবিদ্ধ এক যুবককে ঢামেকে নিয়ে আসা হলে তাকে ভর্তি করানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

আহতের বোন ইভা জানান, ‘আমার ভাই ইন্টারনেট লাইনের কাজ করে। রাতে রামপুরা ওয়াপদা রোডের একটি চায়ের দোকানের সামনে মুখোশধারী ১২ থেকে ১৫ জন মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আমার ভাইয়ের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ৩টার দিকে ঢামেক নিয়ে আসা হয়।’ 

তিনি আরও জানান, ‘তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার কুতুমপুর গ্রামে। রামপুরার ওয়াপদা রোডের দুই নম্বর গলি এলাকার একটি বাসায় ভাড়া থাকেন তারা।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×