যুবলীগ নেতাকে না পেয়ে ছেলেকে গ্রেফতার দেখানোর অভিযোগ


5Feb 2025 (Naeem)/student.jpg

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে না পেয়ে তার কলেজপড়ুয়া ছেলেকে ঘর থেকে সাদা পোশাকে তুলে নিয়ে সাতক্ষীরা সদর থানা পোড়ানোর মামলায় কারাগারে পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরের নিজেদের একটি ঘের থেকে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যান।   

পরিবারের অভিযোগ, বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। সে সাতক্ষীরা পলিটেকনিক ইনিস্টিটিউটের কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার নামে কোনো মামলা ছিল না।

পারিবারিক সূত্র আরও জানায়, গত কয়েকদিনে তাদের বাড়িতে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, ‘মো. নাঈমুর রহমান প্রান্তকে ৫ আগস্ট থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সে ছাত্র নয়, মাছ ব্যবসায়ী।’

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘থানা পোড়ানোর ঘটনাটা ছিল বহু মানুষের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এই মামলায় কোনো ছাত্রকে গ্রেপ্তার দেখানো জুলাই স্প্রিটের সঙ্গে যায় না। এ ছাড়া বাবাকে না পেয়ে ছেলেকে তুলে আনাও অন্যায়।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×